Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

গাজীপুরে যুবলীগ নেতা খুনের ঘটনায় আটক ২ গাজীপুর

গাজীপুরে যুবলীগ নেতা খুনের ঘটনায় আটক ২

গাজীপুরের কালিয়াকৈর মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রীর অনুষ্ঠানে যুবলীগ নেতাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে ‍পুলিশ।
শুক্রবার হত্যাকাণ্ডের পর রাতেই সোহেল ও মোহাম্মদ হোসেন নামে সন্দেহভাজন ওই দুজনকে আটক করা হয় বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক।
২১ অগাস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে শুক্রবার বিকালে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের অনুষ্ঠান চলার সময় কাছের চা দোকানের সামনে হত্যা করা হয় কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে (৫০)।
ওসি বলেন, “ঘটনার পর উপজেলার বাড়ইপাড়া এলাকার সুমন মিয়া নামের এক ব্যক্তির গাড়ি ছিল ঘটনাস্থলে। ওই গাড়িটি নিতে এলে সোহেলকে আটক করা হয়। আর অভিযান চালিয়ে মোহাম্মদ হোসেনকে আটক করা হয়েছে।”
আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
চন্দ্রা ত্রিমোড় এলাকায় বঙ্গবন্ধু কলেজ মাঠের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের জানাই ছিল না, এমন একটি ঘটনা ঘটতে পারে। এমন কিছু চোখে পড়েনি, যার জন্য একজনকে মেরে ফেলতে হবে।”
খুনিরা যাতে দ্রুত গ্রেপ্তার হয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।