Opu Hasnat

আজ ৪ ডিসেম্বর সোমবার ২০২৩,

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪ মেহেরপুর

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

মেহেরপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন - ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫), রমেশ (২৪), একই ইউনিয়নের টঙ্গী গ্রামের  সোহাগ (২৭) ও পিরোজপুর গ্রামের আজিজুল ওরফে কানন (২৫)।

মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাত আড়াইটার দিকে পিরোজপুর ইউনিয়নের নূরপুর মোড়ে গোলাগুলির এ ঘটনা ঘটে। “পুলিশের একটি দল কিছু সন্ত্রাসীকে ধাওয়া করলে তারা গুলি ছোড়ে। এ সময় দুই পক্ষে গুলিবিনিময় হয়। বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।”

অভিযানে সহকারী পুলিশ সুপার আহসান হাবীবসহ ছয় পুলিশ সদস্য আহত হলে তাদের একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মাহমুদ।