Opu Hasnat

আজ ৪ ডিসেম্বর সোমবার ২০২৩,

মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত মেহেরপুর

মেহেরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ডাকাত নিহত

মেহেরপুরের গাংনীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পোগন সুত্রে খবর পাই একদল ডাকাত মেহেরপুরের দিকে আসছে। এই খবর পেয়ে পুলিশ উপজেলার পুরাতন মটমুরা গ্রামের সতীর ইটভাটার পাশে অবস্থান নিলে ডাকাত দল তাদের উপর গুলিবর্ষন করলে পুলিশও পাল্টা গুলি চালালে তিন ডাকাত সদস্য নিহত হয়।

তিনি আরও জানান, সোমবার (০৫ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ‘বন্দুকযুদ্ধ’র ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়েছে।