Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

কুমিল্লার ৩৫০ কলেজে চলছে এইচ এস সি ভর্তি আবেদন শিক্ষাকুমিল্লা

কুমিল্লার ৩৫০ কলেজে চলছে এইচ এস সি ভর্তি আবেদন

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ৩৭৭টি কলেজের মধ্যে ৩৫০টি কলেজে চলতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এইচএসসিতে অনলাইন ও টেলিটক মোবাইলে এসএমএস এর মাধ্যমে চলছে ভর্তির আবেদন।

গত ৬ জুন থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। চলবে ১৮ জুন পর্যন্ত। অবশ্য এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃ নিরীক্ষার আবেদনকারীরা ২১ জুন পর্যন্ত আবেদনের সময় পাবে। তবে তাদের ১৮ জুনের মধ্যে পুরনো ফল ধরে আবেদন করে রাখতে হবে। আর ফল প্রকাশ হবে ২৫ জুন। ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।

অনলাইনের আওতাভুক্ত ৩৫০ কলেজের মধ্যে ৫৩টি কুমিল্লা জেলায়। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র এসব তথ্য জানিয়েছেন।

বোর্ড সূত্র আরো জানায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৩৭৭টি কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি কলেজ ৩৪টি ও বেসরকারি কলেজ ৩৪৩টি।

এসব কলেজের মধ্যে ৩শ বা এর ঊর্ধ্বে আসন সংখ্যার সরকারি-বেসরকারি কলেজ এ বছর অনলাইনে ভর্তির আওতায় আনা হলেও পরে সব কলেজকেই অনলাইনে ভর্তির আওতায় এনে পজ্ঞাপন জারি করা হয়। এসব কলেজের তিন বিভাগে (বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিবক) আসন রয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার।