Opu Hasnat

আজ ২৪ জুলাই শনিবার ২০২১,

কলাপাড়ায় ৩০ কেজি মানুষখেকো মাছ জব্দ পটুয়াখালী

কলাপাড়ায় ৩০ কেজি মানুষখেকো মাছ জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ মানুষখেকো পিরানহা মাছ। মৎস্য অধিদপ্তর থেকে এ মাছ উৎপাদন, চাষ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও একশ্রেণির অসাধু বিক্রেতা সুস্বাদু সামুদ্রিক মাছ বলে বাজারে বিক্রি করছে পিরানহা।

মঙ্গলবার সকালে পৌর শহরের চৌ-রাস্তা এলাকার মাছ বাজারে বিক্রির সময় প্রায় ৩০ কেজি পিরানহা মাছ জব্দ করে উপজেলা মৎস্য কর্মকর্তা। তবে আভিযানে টের পেয়ে বিক্রেতা পালিয়ে যায় বলে জানা গেছে।  

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কামরুল ইসলাম জানান, নিয়মিত মাছ বাজার মনিটরিংয়ের সময় এ মাছ চোখে পড়ে। এরপর জব্দকৃত মাছ গুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।