Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

সঙ্গীর মৃত্যু: রেললাইন আটকে দিল হাতির দল অন্যান্য

সঙ্গীর মৃত্যু: রেললাইন আটকে দিল হাতির দল

ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পাঞ্চেৎ এলাকায় একটি হাতির দল আটকে দিল “পুরুলিয়া এক্সপ্রেস” নামক ট্রেনকে। সেই ট্রেনের ধাক্কায় (খড়গপুর-আদ্রা ৫৮৬০১) মৃত্যু হয়েছে দুটি হস্তী শাবক ও একটি পূর্ণবয়স্ক হাতির।

এতেই ক্ষেপে যায় হাতিগুলো। এর পর ৬টি হাতি পুরুলিয়া এক্সপ্রেসকে দীর্ঘ সময় ধরে আটকে রাখে বলে স্থানীয়রা ভারতীয় গণমাধ্যেমকে জানিয়েছে।

এই পরিস্থিতিতে দীর্ঘক্ষণ বনকর্মীদের দেখা পাওয়া যায়নি বলেও অভিযোগ পাওয়া গেছে।

সুত্র জানায়, শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর থেকে হাতির দলটি বাঁকুড়ার জঙ্গলে যাচ্ছিল। রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এরপরই হাতির দল ট্রেনটিকে আটকে দেয়।

রেলের গাফিলতিতেই এমন ঘটনা বলে মনে করছেন ট্রেন যাত্রীসহ স্থানীয় বাসিন্দারা। অপরদিকে হাতির দল ট্রেন আটকে দেওয়াতে আতঙ্কে পথ পাড়ি দিচ্ছে ট্রেনের যাত্রীরা।