Opu Hasnat

আজ ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৩,

ব্রেকিং নিউজ

আদালত অবমাননার দায়ে জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টার কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা আইন ও আদালত

আদালত অবমাননার দায়ে  জাফরুল্লাহ চৌধুরীকে  এক ঘণ্টার কারাদণ্ড  ও পাঁচ হাজার টাকা জরিমানা

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ড. জাফরুল্লাহ চৌধুরীকে আদালত অবমাননার দায়ে এক ঘণ্টার কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এ এক ঘণ্টা তাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে হবে।  জরিমানা অনাদায়ে একমাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে তাকে।

বুধবার  বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের জরিমানার রায়ের বিষয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়ায় তার এ সাজা হয়েছে।