Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

সংসদে বিরোধী দলের কোনো ভূমিকা নেই : এরশাদ রাজনীতিবরিশাল

সংসদে বিরোধী দলের কোনো ভূমিকা নেই : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন- আওয়ামী লীগ-বিএনপি এই দুই দলের কাছ থেকে দেশের মানুষ মুক্তি চায়। এদেশের মানুষ দুই দলের অত্যাচারে অতিষ্ট হয়ে ফের জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তিনি আওয়ামী লীগ-বিএনপির উদ্দেশে বলেন, আপনারা কী গণতন্ত্র পুনুরুদ্ধার করেছেন? এ পর্যন্ত একটা সংসদও কার্যকর হয়নি, সংসদে বিরোধী দলের কোনো ভূমিকা নেই। একমাত্র জাতীয় পার্টিই বর্তমান সংসদে কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখছে।

তিনি বলেন, জাতীয় পার্টি ফের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। এ স্বপ্ন পূরণ হবেই ইনশা আল্লাহ। আগামী নির্বাচনে ১৫১ আসনে নির্বাচিত হয়ে এই স্বপ্ন পূরণ করব। এরশাদ বলেন, দেশের বর্তমান অবস্থায় একমাত্র জাতীয় পার্টিই পারে মানুষের শান্তি ফিরিয়ে আনতে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশে শান্তি ফিরে আসবে। কলের চাকা ঘুরবে ।

সোমবার বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে মহানগর সম্মেলন প্রস্তুত কমিটি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি একথা বলেন। সাবেক রাষ্ট্রপ্রধান এরশাদ আরও বলেন- জাতীয় পার্টি ছাড়া দেশে আর কোন দল নেই। সুতারাং আগামী নির্বাচনে এদলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য নেতাকর্মীদের মাঠে কাজ করার আহবান জানান। সম্মেলনে বরিশাল মহানগর সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোর্তুজা আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম, সাইদুর রহমান টেপা, সুনীল শুভ রায় প্রমূখ।

এদিকে, সম্মেলন নিয়ে জাতীয় পার্টির দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়লে কিছুটা উত্তেজনা দেখা দেয়। সকাল ১০টায় এরশাদের অবস্থানস্থল বরিশাল সার্কিট হাউসের সামনে জেলা জাপার সাবেক সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলামের সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করতে চাইলে পুলিশের বাধায় তা ব্যর্থ হয়।