Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

দুর্গাপুরে আড়াই হাজার কেজি ভারতীয় চিনি জব্দ, আটক ১ নেত্রকোনা

দুর্গাপুরে আড়াই হাজার কেজি ভারতীয় চিনি জব্দ, আটক ১

নেত্রকোনার দুর্গাপুরে ২ হাজার ৪৭৫ কেজি (৫৫ বস্তা) ভারতীয় চিনিসহ একজন চোরাচালানিকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহারের একটি কার্গো ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ঝানজাইল এলাকা থেকে এসব চিনি আটক করা হয়। আটক চোরাচালানি মো. ওবায়দুল্লা হক নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাদিগাটা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে ওই চিনি দেশিয় কম্পানির চিনির বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার হয়। অবৈধভাবে চোরাই পথে আনা চিনি পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কার্গো ট্রাকের ভিতরে ৫৫ বস্তা চিনি আটক করা হয়। আটক করা চিনির বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৯৭ হাজার টাকা। 

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী জানান, ভারত থেকে চোরাই পথে চিনির বস্তাগুলো আনা হয়েছে। আইনী কার্যক্রম শেষে আদালতে পাঠানো হবে। এ অভিযান অব্যাহত থাকবে।