Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪২৫ স্বাস্থ্যসেবা

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪২৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২ হাজার ৪২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৪২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকাতে ৭৫১ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৬৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১ হাজার ৯৭৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এরমধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৬৪৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৩৩১ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আটজন ঢাকাতে এবং ছয়জন ঢাকার বাইরে।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৮৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকাতে ৬৩৯ জন এবং ঢাকার বাইরে ৩৫০ জন।