Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

সৈয়দপুরে পিপিআর ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন নীলফামারী

সৈয়দপুরে পিপিআর ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন


প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ৬১ হাজার ছাগল-ভেড়ার দেহে পিপিআর ভ্যাকসিন প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার সকালে (৩০ সেপ্টেম্বর) উপজেলার বাঙালিপুর ইউনিয়নের শিবেরহাট বালাপাড়া দাখিল মাদ্রাসা মাঠে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন। বক্তব্য রাখেন বাঙালিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. শাহাজাদা সরকার। 

পিপিআর ও ক্ষুরারোগ সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায়।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তাসনিয়া রহমান।

পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারী হাসপাতাল সৈয়দপুরের বাস্তবায়নে সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ১৯৫টি কেন্দ্রের মাধ্যমে ৬১ হাজার ছাগল-ভেড়াকে পিপিআর ভ্যাকসিন প্রদান করা হবে বলে সূত্র জানায়।