Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত নেত্রকোনা

দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ আ‘লীগ সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আ‘লীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে এ জন্মদিন পালিত হয়। 

এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদারের সভাপতিত্বে  ও  সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শ. ম জয়নাল আবেদীন, এমদাদুল হক খান, এড. মুজিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর জন্য আশির্বাদ। তিনি তাঁর পিতার আদর্শকে অন্তরে ধারণ করে দেশবাসীর জন্য কাজ করছেন। এই জন্মদিন থেকে সবাইকে শপথ নিতে হবে যারা দেশকে পিছিয়ে ফেলার চেষ্টায় লিপ্ত রয়েছে তাদের প্রতিহ করতে হবে। আগামী নির্বাচনে নৌকার বিজয় ঘটিয়ে তাদের সঠিক জবাব দিতে হবে। দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।