Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

জনতার আন্দোলনের উত্তাল তরঙ্গে ভোটচোর সরকারের পতন হবে : শামা ওবায়েদ ফরিদপুর

জনতার আন্দোলনের উত্তাল তরঙ্গে ভোটচোর সরকারের পতন হবে : শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, জনতার আন্দোলনের উত্তাল তরঙ্গে ভোট চোর সরকারের পতন হবে ইনশাআল্লাহ। আর শেখ হাসিনা সরকারের পতন হলেই দেশে গনতন্ত্র ফিরে আসবে, দেশের জনগন ভোটাধিকার ফিরে পাবে। 

বৃহস্পতিবার বিকালে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া মোল্লা বাড়ি চত্বরে আগামী ৩ রা অক্টোবর অনুষ্ঠিতব্য ফরিদপুর বিভাগীয় রোড মার্চ কর্মসুচী সফল করার লক্ষ্যে এক  প্রস্তুতি সভায়  প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রইসদ্দীন চোকদারের সভাপতিত্ব রক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান  বাবুল, সাধারণ  সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি আলমগীর হোসেন বকুল, সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নগরকান্দাা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জমান তারা মোল্লা, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার আজাদ, যুবদল নেতা এ্যাড. সুজন, এ্যাড. আজিজুর রহমান লিটন, তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ।

এই বিভাগের অন্যান্য খবর