সৈয়দপুরের সাস্কৃতিক কর্মী ও তবলা বাদক মবুল আর নেই নীলফামারী / 
নীলফামারীর সৈয়দপুরে সাংস্কৃতিক অঙ্গণে যে ব্যক্তির দীপ্ত পদচারণা ছিলো সেই তবলা বাদক আনোয়ার আলী মবুল (৫৫) আর নেই। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে---রাজেউন)। খবরটি সৈয়দপুরে পৌছলে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
পরিবার জানায়, ফুসফুসে ক্যান্সার নিয়ে ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাদ জুম্মা সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে নামাজে জানাযা শেষে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে জানানো হয়েছে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান, সাহিত্যাঙ্গন বাংলাদেশ এর সভাপতি ও ম্যারীগোল্ড টিউটোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দা রুখসানা জামান শানু , উদীচী শিল্পীগোষ্ঠী, শিল্প সাহিত্য সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।