Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

মোরেলগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ বাগেরহাট

মোরেলগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

বাগেরহাটের মোরেলগঞ্জে  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো চারজন। বুধবার (২৭ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৬ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক  মহাসড়কের  মোরেলগঞ্জ  এলাকার  সিআরসি মেম্বার ব্রিজ নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন এনামুল বেপারী। পরে মূমুর্ষু অবস্থায় হাসপাতালে মারা যান রাকিব (৩০)। নিহতদের মধ্যে  এনামুল বেপারী (২৪)  খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী  এলাকার আব্দুস সালাম বেপারীর ছেলে এবং রাকিব (২২) পঞ্চকরণ ইউনিয়নের রুহুল আমিনের ছেলে।

স্থানীয়রা জানান, একটি মোটর সাইকেলে এনামুলসহ তিনজন রায়েন্দা থেকে মোরেলগঞ্জের দিকে  আসতে ছিল। বিপরীত দিক থেকে  আর একটি মোটর সাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এনামুল। পরে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান। ফলে মৃতের সংখ্যা  বেড়ে ২ জন হয়েছে। 

দুটি মোটরসাইকেলে থাকা অপর ৪ জন  আহতরা হলেন, মোরেলগঞ্জের সাব- রেজিস্ট্রী অফিসের স্ট্যাফ দেবাশীষ (৩০), রমজান (২৫),  রাহিন (২১)  ও তালিম (২০)। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহিন ও তালিমকে উন্নত চিকিৎসার জন্য খুলনায়  প্রেরণ করেন।  

মোরেলগঞ্জ থানার ওসি  মোঃ সাইদুর রহমান জানান, নিহত এনামুুলের মরদেহ উদ্ধার  করা হয়েছে এবং তা পোস্টমর্টেম প্রক্রিয়ায় রয়েছে এবং মোটরসাইকেল  দুটি জব্দ করা হয়েছে।

এই বিভাগের অন্যান্য খবর