Opu Hasnat

আজ ১ অক্টোবর রবিবার ২০২৩,

ব্রেকিং নিউজ

সৈয়দা সাজেদা চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরকান্দা প্রেসক্লাবের স্মরনসভা ও দোয়া মাহফিল ফরিদপুর

সৈয়দা সাজেদা চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরকান্দা প্রেসক্লাবের স্মরনসভা ও দোয়া মাহফিল

ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের সাবেক প্রধান উপদেষ্টা সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সন্ধ্যায় নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে নগরকান্দা প্রেসক্লাব আয়োজিত স্মরনসভায় সভাপতিত্ব করেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আহাদ। বক্তব্য রাখেন- নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, সরকারি এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  ইকবাল কবির, নগরকান্দা পৌরসভার প্যানেল মেয়র জাকির হোসেন জাকারিয়া প্রমুখ।
  
স্মরনসভা শেষে সৈয়দা সাজেদা চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক মাদানী।

এই বিভাগের অন্যান্য খবর