হোটেল কিং প্যালেস কক্স এর নতুন অফিস উদ্বোধন অর্থ-বাণিজ্য / 
রাজধানীর মতিঝিলে উদ্বোধন হলো King Palace Cox Hotel & Resort Limited এর নতুন অফিস।উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্বে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এফ আই মামুন এর সভাপতিত্বে বিশিষ্ট সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম Premier Suite Share প্যাকেজের শুভ উদ্বোধন করেন। এ সময় ‘আমার যুগ পত্রিকা’র সম্পাদক সালেহ আহম্মদ, ‘শীর্ষ খবর’ পত্রিকার সম্পাদক শাশ্বত মনির এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এ আর সালাহউদ্দিন রতন সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, সমাজসেবক এবং সুইট শেয়ার মালিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এফ আই মামুন এর সভাপতিত্বে সাবেক জেলা প্রশাসক মীর আহমেদ হোটেলের VIP Suite Share প্যাকেজের শুভ উদ্বোধন করেন। এ সময় ‘আমার যুগ পত্রিকা’র সম্পাদক সালেহ আহম্মদ, ‘শীর্ষ খবর’ পত্রিকার সম্পাদক শাশ্বত মনির এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এ আর সালাহউদ্দিন রতন সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, সমাজসেবক এবং সুইট শেয়ার মালিকগণ উপস্থিত ছিলেন।