Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

তালাশ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন শুক্রবার বিনোদন

তালাশ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন শুক্রবার

শুক্রবার (৯ জুন) দ্যাশবাঙলা থিয়েটারের চৌদ্দতম প্রযোজনা “তালাশ” নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে। উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ। নাটক রচনা: রশিদুল ইসলাম রাজা, নির্দেশনা:  সৌজন্য অধিকারী। মঞ্চায়ন হবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে (আগারগাঁও)।

১৯৭১ সনের মুক্তিযুদ্ধে মানিকগঞ্জ অঞ্চলে সংঘটিত একটি ঘটনাকে কেন্দু করে শাখা প্রশাখায় পল্লবিত স্বজন হারানো বেদনার্ত স্বজনদের বেদনাগাথা তালাশ। রবীন্দ্রনাথ সরকার দেশ মাকে শত্রুমুক্ত করার ব্রত নিয়ে সম্মুখ সমরের মুক্তিযোদ্ধাদের সহযোগী হয়েছিল। কিন্তু ছাত্র জীবনের বিহারী সহপাঠির সহযোগিতায় পাক হানাদার বাহিনী কর্তৃক তাড়িত হয়ে ধৃত কি হত। প্রবল আক্রমণের মুখে জলে ডুবে বেঁচে ফেরা স্বজনদের নিরন্তর খোঁজা খুঁজির অন্তে শুধু চোখের জল আর হাহাকার। তারা আজও খুঁজে, আজও স্বজনদের শূন্যপানে ছেড়ে দেওয়া হাক ডাক পদ্মা মেঘনা যমুনার তীরে তীরে প্রতিধ্বনি হয়।

নাটকটিতে অভিনয় করেছেন- গোধূলি মাহজেবিন, সোহাগ ধর, সোহানুর রহমান, আননুর রাশাদ, ইকরাম, রাসেল, সাদিয়া, প্রভা, শচি ও মহান সহ অনেকে।