Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মাগুরায় হত্যা মামলার ৩ আসামীর মৃত্যুদন্ড মাগুরা

মাগুরায় হত্যা মামলার ৩ আসামীর মৃত্যুদন্ড

মাগুরায় হত্যা মামলার রায়ে আজ (৬ জুন) দুপুরে ৩ আসামীর ফাঁসির আদেশ দিয়েছেন মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন। 

মাগুরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পি পি এ্যাডভোকেট মশিউর রহমান জানান, জমাজমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মাগুরা জেলার শালিখা উপজেলার কোটভাগ গ্রামের আমজাদ আলীর ছেলে সাহেব আলী (২৫) কে গত ইং ০৮-০৩-২০০২ তারিখে সকালে একই গ্রামের আব্দুর সবুর ও তার দলীয় ৩৬ জন বেআইনি জনতা জটবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে সাহেব আলী (২৫) কে কুপিয়ে হত্যা করে। এঘটনায় শালিখা থানায় ৩৬ জন কে আসামী করে নিহতের বাবা আমজাদ আলী মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ৩৬ জন আসামীর নামে বিজ্ঞ আদালতে টার্জশিট দাখিল করে। সাক্ষী প্রমান গ্রহন শেষে আসামী আব্দুর সবুর, আসামী হাবিবুর, ও আসামী বুলু মিয়াকে দোষী সাব্যস্থ করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ফাঁসির আদেশ দেন এবং অন্যান্য আসমীদেরকে খালাশ প্রদান করেন। 

আসামী পক্ষে মামলা পরিচালনা করেন, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন, পি পি এ্যাডভোকেট. মশিউর রহমান।