Opu Hasnat

আজ ১ অক্টোবর রবিবার ২০২৩,

ব্রেকিং নিউজ

সৈয়দপুরে রেলের আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতা শুরু নীলফামারী

সৈয়দপুরে রেলের আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতা শুরু

বাংলাদেশ রেলওেয়ের আন্তঃবিভাগীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (২৯ মে) বিকেলে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে ময়দানে বেলুন উড়িয়ে ওই প্রতিযোগিতা উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওেয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) মুহাম্মদ কুদরত ই খুদা। সভাপতিত্ব করেন দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলো বাদ্যযন্ত্রের বিশেষ আয়োজন।

প্রতিযোগিতায় পশ্চিমাঞ্চল রেলের ৪টি বিভাগীয় দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে পাকশী, লালমনিরহাট, রাজশাহী ও স্বাগতিক সৈয়দপুর রেল বিভাগ। প্রথম খেলায় মাঠে নামে পাকশী বনাম লালমনিরহাট একাদশ। খেলাটি গোল শূন্য ড্র হয়। দ্বিতীয় খেলাটি হয় রাজশাহী ও সৈয়দপুর বিভাগীয় দলের মধ্যে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য ব্যবস্থাপক শেখ হাসানুজ্জামান। পার্বতীপুর ডিজেল ওয়ার্কশপের কার্য ব্যবস্থাপক ফয়েজ আহমেদ, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার ( কেলোকা) কার্য ব্যবস্থাপক মঈনুদ্দিন সরদার ও রবিউল ইসলাম। চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামি ১ জুন।