Opu Hasnat

আজ ৩০ সেপ্টেম্বর শনিবার ২০২৩,

ব্রেকিং নিউজ

ছাতকে বঙ্গবন্ধুর জুলি ও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সুনামগঞ্জ

ছাতকে বঙ্গবন্ধুর জুলি ও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর  পূর্তি উপলক্ষ্যে আলোচনা

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন  উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে পুরুষকার বিতরণ ও এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রোববার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। 

উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মকবুল আলী, রাজনীতি বিদ সৈয়দ আহমদ, শিক্ষক হেলালুল ইসলাম, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, শিক্ষার্থী আইন উদ্দিন। 

এ সময় সভায় উপস্থিত ছিলেন চন্দ্র নাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কুতুবউদ্দিন, উপ প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, সহকারি প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমদ ও গীতা পাঠ করেন উপজেলা খাদ্য কর্মকর্তা পিনাক পানি ভট্টাচার্য। কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী দেবজানি রায়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরুষকার গ্রহন করেন নিরব দে বাধন, মাহফুজুর রহমান, শস্তিকা পুরকায়স্ত, সুনিতা, নাহিয়ান, পিনাক রঞ্জন দাস।