বাগেরহাটে বিশ্ব আবহাওয়া দিবসে র্যালি ও উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত বাগেরহাট / 
বাগেরহাটে বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে ’’প্রেক্ষিত জলবায়ু এবং পরিবেশগত অবক্ষয়’’ বিষয়ক বর্ণাঢ্য র্যালি ও উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হল রুমে বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে এবং দি এশিয়া ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, মোংলা আবহাওয়া অধিদপ্তরের ইন চার্জ আবহাওয়াবিদ মো: হারুনুর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ইমরান হোসেন, মেরিন ফিসারিজ অফিসার তুলি মূখার্জী, কৃষী সম্প্রসারন কর্মকর্তা নূর এ জান্নাত, ক্যাবের সভাপতি বাবুল সরদার, ষাট গম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও ইউক্যাট সদস্যরা।
এর আগে সকালে এক বর্ণাঢ্য র্যালি বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিন শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে সারা বিশ্বের মত বাংলাদেশেও এর বিরুপ প্রভাব পরছে। প্রতিনিয়ত বায়ুমন্ডলে কার্বন-ডাই অক্সাইডের পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে সমুদ্র পৃষ্টের উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। তাই এখনই আমাদের জলবায়ুর ক্ষতিকর দিক মোবাবেলায় কাজ করতে হবে। বক্তারা আরও বলেন আমরা রাতারাতি জলবায়ু পরিবর্তন ঠেকাতে পারবনা, সকলকে এক যোগে কাজ করতে হবে। সংলাপে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের অবক্ষয় রোধে সকলে একযোগে কাজ করবে বলে সবাই প্রতিশ্রুতি দেয়।