Opu Hasnat

আজ ২১ মার্চ মঙ্গলবার ২০২৩,

সৈয়দপুরে বাবার কাটা ডালে প্রাণ গেল ছেলের! নীলফামারী

সৈয়দপুরে বাবার কাটা ডালে প্রাণ গেল ছেলের!

নীলফামারীর সৈয়দপুরের দক্ষিণ নিয়ামপুর ডাঙ্গাপাড়া গ্রামে বাবার কাটা গাছের ডাল পড়ে রহমত আলী (২) নিজের সন্তান প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে (১৭ মার্চ) উপজেলার কামারপুকুর ইউনিয়নের ওই গ্রামে। তার বাবার জাহেনুর আলী।

এলাকাবাসী জানায়, বাড়ির উঠানের একটি ঘোড়া নিম গাছ জাহেনুর আলী কাটেন। সেটি ঘরের টিনের উপর পড়ে। ডালটি দড়ি বেঁধে নামানোর সময় দুয়ারে খেলা করা ২ বছরের ছেলে রহমত আলী বাইরে বেড়িয়ে আসে। এসময় গাছের ডাল মাথায় পড়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যতা নিশ্চিত করে জানান, মানবিক কারণে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।