Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন রাজবাড়ী

রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

“ডিজিটাল পদ্ধতি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বর্নাঢ্য আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালন করেছে রাজবাড়ী জেলা পুলিশ।

সোমবার সকালে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজবাড়ীর পুলিশ লাইন্স থেকে বের করা হয় একটি বর্নাঢ্য র‌্যালি। র‌্যালি শহরের নতুন বাজার এলাকা ঘুরে পুনরায় পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। র‌্যালীর নেতৃত্ব দেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, মোঃ ইফতেফায়রুজ্জামান, মোঃ রেজাউল করিমসহ জেলার নারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেণ।

র‌্যালী শেষে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, বর্তমানে প্রতিটি ক্ষেত্রে নারীরা তাদের কর্ম দক্ষতার প্রমান দিয়েছে। বাংলাদেশ পুলিশেও অসংখ্য নারী  সদস্য সুনামের সাথে জনগনের সেবা প্রদান করে আসছে। এমনকি  জাতিসংঘের শান্তি মিশনে ও নারী পুলিশ সদস্যরা কাজ  করছে। এর সাথে ডিজিটাল পদ্ধতি যুক্ত হলে অচিরেই বঙ্গবন্ধুর সোনার বাংলায় দেশ রুপান্তরিত হবে।