Opu Hasnat

আজ ২০ জুন বৃহস্পতিবার ২০২৪,

কামাল বারি'র তিনটি কবিতা শিল্প ও সাহিত্য

কামাল বারি'র তিনটি কবিতা

উঠে দাঁড়াবে

সবাই যখন বসে পড়ে
তখন, অবশ্যই তুমি উঠে দাঁড়াবে...
ভান করে— শেষে
মিশে যেয়ো না মেষে...!

সবাই যখন সেজেছে সরীসৃপ
আপনি আপন মেরুদণ্ড ভেঙেচুরে
গড়িয়ে গড়িয়ে চলে
তুমি ঠিক দাঁড়িয়ে টানটান
অস্বীকার করবে যতো মিথ্যা
অস্বীকার করবে যতো ভান...

সবাই যখন মিথ্যা পোশাকের 
কুহক স্পর্শে লীন
দৃষ্টি হারানো রাহুর গ্রাস
তুমি সেখানে নগ্ন সত্যের ত্রাস
দেখো, চাতুরীর চোখগুলো
কীভাবে গর্ত খুঁজে খুঁজে নেয়...!

**********

দরিদ্র জানালায়

আমাদের দরিদ্র জানালায় শুধুই ভুল ভয়ে কাঁপাকাঁপি—
দাপাদাপি করে নষ্ট বাতাস;
এখানে নষ্ট বাবামায়েরা 
সন্তানের জন্মের সম্ভাবনা থেকে
কেবল‌ই ভয়ের জপমালায় সংখ্যা গনে;

শুরুতেই সন্তানের উজ্জ্বলতম চোখগুলি তুলে নেয়;
সুগঠিত হাত-পাগুলি ক্রমান্বয়ে ভেঙে দেয়; 
আহা, ডানাভাঙা পাখিরা তড়পায় যেমন—
তেমনি তড়পায় শৈশবে সন্তানেরা!
এবং সারাজীবন হামা দেয়া শ্রীহীন সন্তানদের দেখে তুষ্টির হাসি হাসে
এখানে অন্ধ  অধগামী  মৃত বাবা-মায়েরা!

*******

সময় রচনা করো, তুমি...

মগজের ঘন কোষগুচ্ছ থেকে
চোখে গোলাপি চিত্রাবলি...
আমোদ বয়ে আনে কোথা থেকে?

বিবিধ বর্ণে বর‌ইফল বিবিধ সংবাদ
স্মৃতিস্তম্ভ থেকে ঘ্রাণ বয়ে আনে;
দুপুরে তার হাসির রোদ— রং
সময় রচনায় উদ্বুদ্ধ করে আমায়;

জানালা খোলা ঘন বনের মুখে
এ-বাতাস পাতার আত্মা থেকে
ফুলের দোল থেকে শাদা মেঘ
একরং পাখি আকাশে মেলেছে
সময় প্রণেতার মুক্ত ডানা........

পৃথিবীর মুক্ত আকাশের প্রার্থনা
স্বচ্ছন্দ সঙ্গমের প্রার্থনার মতো
জলে স্থলে অনাবিল ভ্রমণ 
যুদ্ধমুক্ত নির্ভয় নিঃসংশয় নিঃশোক
সময় রচনা করো, তুমি...।

ঢাকা ২৭/৫/২২