Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সিরাজগঞ্জ

বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারা বিশ্বে ভাষা শহীদদের স্মরণে সিরাজগঞ্জের বেলকুচিতেও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়। 

১৯৫২ সালের এইদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে। এতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ অনেকে। 

আজ ২১শে ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে রাত ১২টা এক মিনিটে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানূর বিশ্বাস, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের অভিভাবক সহ শিক্ষার্থী ও সর্বস্তরের আপামর জনসাধারণ।