Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

মাগুরায় শিক্ষার্থী সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরন ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান মাগুরা

মাগুরায় শিক্ষার্থী সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরন ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান

সংসদ সদস্য ড. বীরেন শিকদার বলেছেন, স্মার্ট বাংলাদেশের মূল ভিত্তি স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি ও স্মাট শিক্ষা তাই আগামী দিনের যে স্মাট বাংলাদেশ সেই স্মাট বাংলাদেশ তোমরাই গড়বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। 

তিনি শনিবার বিকালে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬৪ তম শিক্ষার্থী সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরন ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামান্দ পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, আমিনুন রহমান কলেজের অধ্যক্ষ শওকত বিপ্লব রেজা, উপজেলা শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস ও স্থানীয় নেতৃবৃন্দ। 

৬৪ তম শিক্ষার্থী সপ্তাহের পুরস্কার বিতরন ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের অংশগ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন করেন সংসদ সদস্য ড. বীরেন শিকদার। পুরষ্কার বিতরন অনুষ্ঠান শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।