Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান খুলনা

সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদান

পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি, মানবাধিকার সাংবাদিক ফোরাম (এমএসএফ)এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, মানবাধিকার কর্মী ও বিশিষ্ট আইনজীবি এফ,এম,এ রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ প্রাথমিক তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করায় পাইকগাছা থানার ওসির শাস্তিমুলক ব্যবস্হা ও অপসারনের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে মানবাধিকার সাংবাদিক ফোরাম (এমএসএফ)।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দপ্তর বরাবর এ স্মারকলিপি দেন মানবাধিকার সাংবাদিক ফোরামের সদস্যরা। 

স্মারকলিপিতে তারা আগামী ৭ দিনের মধ্যে সাংবাদিক রাজ্জাক ও তার স্ত্রী, পুত্রের নামীয় হয়রানিমুলক মিথ্যা মামলাটির ফাইনাল রিপোর্ট দেওয়ার ব্যবস্হা গ্রহন এবং সরকার ও পুলিশের ভাবমূর্তি নষ্টকারী এবং প্রাথমিক তদন্ত ছাড়াই মামলা নিয়ে সাংবাদিক হয়রানীকারী ওসি মো: জিয়াউর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সহ ৭ দিনের মধ্যে অপসারণ দাবী সহ পরবর্তীতে দক্ষিঞ্চালের আর কোন সাংবাদিক অযথা মিথ্যা মামলায় পুলিশী হয়রানীর শিকার না হয় তার সু-ব্যবস্থা গ্রহনের দাবি তুলে ধরেন।