Opu Hasnat

আজ ২১ মার্চ মঙ্গলবার ২০২৩,

ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত কুমিল্লা

ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় দরজা খুলে পড়ে চালকের সহযোগী (হেলপার) নিহত হয়েছেন।  বৃহস্পতিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগণ্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাকিব হোসেন (১৮)। তিনি চট্টগ্রামের খুলশি থানার সেগুন বাগান এলাকার আরমান হোসেনের ছেলে। 

চৌদ্দগ্রামের মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, রাকিবের ট্রাকটি চট্টগ্রামগামী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। সেটির পেছনে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এসময় সজোরে ধাক্কা খেয়ে দরজা খুলে ছিটকে পড়েন চালকের সহযোগী রাকিব। ঘটনাস্থলেই তিনি মারা যান। 

মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ধাক্কা দেওয়া ট্রাকটি পুলিশের হেফাজতে আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।