Opu Hasnat

আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার ২০২৩,

মাগুরায় সড়ক দূর্ঘটনায় প্রকৌশলী নিহত মাগুরা

মাগুরায় সড়ক দূর্ঘটনায় প্রকৌশলী নিহত

মাগুরায় শহরের  ভায়নার মোড়ে মাগুরা-যশোর সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শরিফুল ইসলাম (৫৮)নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলা প্রকৌশল বিভাগে উপ-সহকারী প্রকোশলী হিসেবে কর্মরত ছিলেন। 

মাগুরা থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি শহর থেকে মটর সাইকেল চালিয়ে ভায়না গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ভায়নার মোড়ে পৌঁছলে যশোর সড়ক হয়ে ছুটে আসা একটি  মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পর হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মিরা  তার লাশ উদ্ধারের পাশাপাশি ঘাতক ট্রাকটি আটক করে। 

এ বিষয়ে সদর থানায় মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে।