Opu Hasnat

আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার ২০২৩,

গোয়ালন্দে মডেল মসজিদ উদ্বোধন রাজবাড়ী

গোয়ালন্দে মডেল মসজিদ উদ্বোধন

সারাদেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দেও মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্সুয়ালি এ মসজিদের উদ্বোধন করেন। মডেল মসজিদ উদ্বোধন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের  সভাপতিত্বে জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানসহ জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী কর্তৃক মডেল মসজিদ উদ্বোধনের খবরে সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দৃষ্টি নন্দন মসজিদ দেখতে ভীর করেন দর্শনাথীরা।

এ সময় সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা, বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগকেই ভোট দিবে জনগন।