Opu Hasnat

আজ ৩১ মার্চ শুক্রবার ২০২৩,

রাজবাড়ীতে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ী

রাজবাড়ীতে ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারিচের সামনে থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি মোঃ বাবু ভুইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত মাদক কারবারি মোঃ বাবু ভুইয়া চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকার মোঃ আরশাদ ভুইয়ার ছেলে।

মঙ্গলবার (১০ জানুয়ারী) রাত সোয়া নয়টার সময় অভিযান চালিয়ে তাকে আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুুলশ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, গোপন  সংবাদের  ভিত্তিতে বাংলাদেশ হ্যাচারিচের সামনে অভিযান চালায় পুলিশ। রাত সোয়া নয়টার সময় একটি সাদা রংয়ের প্রাইভেটকারে চালক বেসে আসা মাদক কারবারি বাবু ভুইয়াকে আটক করা হয়। এ সময় তার ব্যাবহৃত প্রাইভেটকারের মধ্যে থেকে ৭০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। যার বাজার মূল্য ১ লক্ষ্য ৪০ হাজার টাকা।

এ ব্যাপারে মাদকদ্র্ব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর তাকে রাজবাড়ীর আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।