Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

রাজবাড়ীতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত রাজবাড়ী

রাজবাড়ীতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

রাজবাড়ীতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সোমবার (৫ ডিসেম্বর) সকালে বিশ্ব মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনন্সিটিউটের আয়োজনের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় একটি শোভাযাত্রা।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। সভায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনন্সিটিউট ফরিদপুরের আঞ্চলিক বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ নুরুল হুদা আল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক এস. এম সহীদ নুর আকবর, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান প্রমুখ। 

এ সময় মৃত্তিকার সঠিক ব্যবহার করে ফসল বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন বক্তারা।