স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড কুমিল্লা / 
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে আব্দুল কাদের নামের এক জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। আব্দুল কাদের উপজেলার কোমার ডোগা গ্রামের মালু মিয়ার ছেলে।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২৪ জুন যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন আব্দুল কাদের। এ ঘটনার চার মাস আগে তাদের বিয়ে হয়েছিল। বিয়েতে ৫০ হাজার টাকা যৌতুকের কথা থাকলেও মেয়ের বাড়ি থেকে ২০ হাজার টাকা পরিশোধ করা হয়। বাকি ৩০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা করে মরদেহ পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেন।
এ ঘটনায় নিহত নারীর বোন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। ঘটনার ১৩ বছর পর মঙ্গলবার এ রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।