Opu Hasnat

আজ ২৩ ফেব্রুয়ারী শুক্রবার ২০২৪,

ফকির লালন সাঁইজির অনুরাগীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন সংগঠন

ফকির লালন সাঁইজির অনুরাগীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুরের লাউবাড়িয়ায় ফকির লালন সাঁইজির অনুরাগী গুরুবাদী নিরহ মানুষের উপরে, আইন বহির্ভূত অমানবিক, পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে, শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে "সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ"।

আমরা সন্ত্রাস নৈরাজ্য চাই না, শান্তি চাই এবং ধর্মান্ধ কথিত ইসলাম প্রেমিক, শান্তির ধর্ম ইসলামে অশান্তি সৃষ্টিকারী মসজিদের সেক্রেটারী একরাম হোসেনসহ মুসল্লীগণের মধ্যে যারা জড়িত তাদের রাষ্ট্রীয় আইনে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি!! আমরা এই জঘন্য বর্বর অমানবিক হামলার তীব্র নিন্দা করছি!!

এতে আপনি শরিক হয়ে অন্যায়ের প্রতিবাদ করে মানবতার পক্ষে কথা বলতে আহ্বান জানিয়েছে "সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ।"

এই বিভাগের অন্যান্য খবর