পাইকগাছার গদাইপুর ইউনিয়নে টিসিবি'র পন্য বিক্রি শুরু খুলনা / 
পাইকগাছা গদাইপুর ইউনিয়ন পরিষদে শুক্রবার সকাল থেকে টিসিবির পন্য সামগ্রী বিক্রয় শুরু হয়েছে। প্রতিটি পরিবার ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনিস মোট ৫ কেজি করে টিসিবি পন্য পেয়েছেন। এর জন্য প্রতিটি প্যাকেজের মূল্য বাবদ নগদ ৪০৫ টাকা করে পরিশোধ করতে হয়েছে।
পিংকি ইন্টারন্যাশনাল এর সত্তাধিকারী সুভাষ সরকার উক্ত টিসিবির ডিলারশীপ পেয়েছেন। গদাইপুর ইউনিয়নে টিসিবি পন্য বিতরণের তদারকি কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মোট ১৫৪৭টি কার্ডধারী পরিবারের মাঝে উক্ত পন্য সামগ্রী বিক্রয় করা হচ্ছে। প্রথম দিনে ৭৭৩টি কার্ডধারী পরিবারের মাঝে উক্ত পন্য সামগ্রী বিক্রয় করা হয়েছে। শনিবার আরও ৭৭৪টি পরিবারের মাঝে উক্ত টিসিবি পন্য সামগ্রী বিক্রয় করা হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াদুল ইসলাম জিয়া পন্য বিতরণ করতে সার্বিক সহযোগিতা করছেন বলেও তিনি জানান।প্রথমদিনে কার্ডধারীদের মাঝে উক্ত টিসিবি পন্য সামগ্রী শান্তিপূর্ণভাবে গ্রহণ করতে দেখা গেছে।