Opu Hasnat

আজ ১০ ডিসেম্বর শনিবার ২০২২,

সুনামগঞ্জে জনপ্রতিনিগনের অংশগ্রহনে 'নারী সম্মেলন' অনুষ্ঠিত সুনামগঞ্জ

সুনামগঞ্জে জনপ্রতিনিগনের অংশগ্রহনে 'নারী সম্মেলন' অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সকল জনপ্রতিনিগনের অংশগ্রহনে 'নারী সম্মেলন 'অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী সুনামগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ইএএলজি  প্রকল্পের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সকল জনপ্রতিনিগনের অংশগ্রহনে 'নারী সম্মেলন'  অনুষ্ঠিত হয়।

সভায় ইএএলজি প্রকল্পের ডিএফ সৈয়দ নজরুল ইসলামের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক  মোহাম্মদ জাকির হোসেন।

এ সময় সুনামগঞ্জ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক  মোহাম্মদ জাকির হোসেন বলেন, ইএএলজি প্রকল্পটি সরকারের গৃহিত প্রকল্পগুলো  মধ্যে অন্যতম একটি সফল প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে তাহিরপুর ও শান্তিগঞ্জ উপজেলায় নারী উন্নয়ন ফোরামকে অনেক সক্রিয় করা হয়েছে। এরকম বাকি ৯ টি উপজেলার নারী উন্নয়ন ফোরামকে সক্রিয় করতে হবে। এজন্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মোঃ তুরাব হোসেন প্রমুখ।

নারী সম্মেলন ১১ টি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ, ইএএলজি প্রকল্পভূক্ত ৩০ টি ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য খবর