Opu Hasnat

আজ ৩০ নভেম্বর বুধবার ২০২২,

করোনায় দেশে মৃত্যুহীন দিনে আক্রান্ত ৩৮, সুস্থ ২৬৬ স্বাস্থ্যসেবা

করোনায় দেশে মৃত্যুহীন দিনে আক্রান্ত ৩৮, সুস্থ ২৬৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় কোন প্রানহানি হয়নি। ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯,৪৩০ জনই আছে।

এসময় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৮ জন। ফলে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২০,৩৬,৩০৬ জন।

এ সময় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ সুস্থ হয়েছেন ২৬৬ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৯,৮৪,৩৯০ জন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর ‘২২) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, করোনাভাইরাসে থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।