Opu Hasnat

আজ ৯ জুন শুক্রবার ২০২৩,

ব্রেকিং নিউজ

ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যা ময়মনসিংহ

ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের পাগলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম তমিজ উদ্দিন। সে ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন খুরশীদ মহল গ্রামের মোফাজ্জল মিয়ার ছেলে। 

মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে ওই যুবককে একই গ্রামের আসাদ ঢালীর ছেলে বিপ্লব মিয়া (২৩) ও আবুল কাশেম ওরফে হিরণ ঢালীর ছেলে মো. রিয়াদ (২৪) সহ আরও ৪/৫ মিলে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতলে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৯ নভেম্বর) দুপুরের পরে তার মৃত্যু হয়। 

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং আসামীদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে।