Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

ছাতকে লাফার্জ হোলসিম সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ সভা সুনামগঞ্জ

ছাতকে লাফার্জ হোলসিম সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ সভা

সুনামগঞ্জের ছাতকে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের খোলাবাজারে ক্রাসিং করা চুনাপাথর বিক্রি করার প্রতিবাদে সর্বস্তরের জনগণের সমন্বয়ে ও ব্যবসায়ী  শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগ  এক বিশাল  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক ও ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের প্রসিডেন্ট আহমদ সাখাওয়াত সেলিম চৌধুরী।ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসান ও নাজমুল হাসান জুয়েলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক পৌর সভার প্রতিষ্ঠাতা মেয়র ও পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আহমদ, ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, হরিদাস রায়,ফজলু মিয়া চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, শামীমুল ইসলাম শামিম, সুফি আলম সোহেল, মুক্তিযোদ্ধা আলকাছ আলী, আবুল হায়াত, ছাতক লাইম স্টোন ইমপ্টার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের জেনারেল সেক্রেটারি অরুন দাস, এডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য, মাওলানা আকিক হোসাইন, আব্দুল মুমিন চৌধুরী। 

স্বাগত বক্তব্য রাখেন ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শামছু মিয়া, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজি ছালেখ মিয়া, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম, নাজিমুল হক, মুরাদ আহমদ, আইনুল হক, সামসুদ্দিন, ছালিক মিয়া মেম্বার, মর্তুজা মিয়া তালুকদার প্রমূখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান। সভায় আগামী ৮ অক্টোবরের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এই বিভাগের অন্যান্য খবর