Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মাগুরা জেলায় দূর্গা পূজার সার্বিক প্রস্তুুতি সম্পন্ন মাগুরা

মাগুরা জেলায় দূর্গা পূজার সার্বিক প্রস্তুুতি সম্পন্ন

সারা দেশের ন্যায় মাগুরা জেলায় পহেলা অক্টোবর থেকে শারদীয় দূর্গাপূজা শুরু হবে। পূজা মন্ডপ গুলিতে ইতমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার মাগুরা জেলার ৪ উপজেলায় ৬৯০ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্টিত হচ্ছে। মোট মন্ডপের মধ্যে মাগুরা সদর উপজেলায় ২৫৪ টি, শ্রীপুর উপজেলায় ১৫০ টি, শালিখা উপজেলায় ১৬১ টি ও মহম্মদপুর উপজেলায় ১২৫ টি পূজা মন্ডপ স্থাপন করা হয়েছে। 

সরকার ধর্মমন্ত্রনালয় থেকে প্রতি পূজা মন্ডপে ৫০০ কেজি করে ৬৯০ টি পূজা মন্ডপে মোট  ৩৪৫ মেট্রিক টন চাল প্রদান করেছে। সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও সংসদ সদস্য ড. বীরেন শিকদার সরকারের এসব অনুদানের চাল পূজা মন্ডপের কর্মকর্তাদের মাঝে বিতরণ করেছেন। পূজা মন্ডপগুলিতে আইন শৃংখলা রক্ষার্থে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ আনসার ও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।