Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

করোনায় গত ২৪ ঘন্টায় দেশে দুইজনের মৃত্যু, আক্রান্ত ৬৭৯, সুস্থ ৩৫৪ স্বাস্থ্যসেবা

করোনায় গত ২৪ ঘন্টায় দেশে দুইজনের মৃত্যু, আক্রান্ত ৬৭৯, সুস্থ ৩৫৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় দুইজনের প্রানহানি হয়েছে। ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৯,৩৬২ জনে।

আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৭৯ জন। ফলে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২০,২৪,৪৮৯ জন।

এ সময় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ সুস্থ হয়েছেন ৩৫৪ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৯,৬৪,৫০১ জন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর ‘২২) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, করোনাভাইরাসে থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।