Opu Hasnat

আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার ২০২২,

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত মাগুরা

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন মাগুরায় বুধবার পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। 

শালিখা উপজেলা আওয়ামীলীগ  আয়োজিত এক আলোচনা সভা শেষে কেক কাটা ও বিশেষ প্রার্থানার আয়োজন করা হয়। সংসদ সদস্য ড. বীরেন শিকদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এছাড়াও দিনটি পালন উপলক্ষে জেলা যুবলীগ জেলার বিভিন্ন স্থানে ও সড়কে ৭৬০০ টি বিভিন্ন প্রকার ফলজ, বনজ, ঔষুধী গাছের চারা রোপন করে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনা করে প্রধানমস্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করা হয়।