Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

সুনামগঞ্জে র‌্যাব-৯ এর কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জ

সুনামগঞ্জে র‌্যাব-৯ এর কার্যালয়ের উদ্বোধন

সুনামগঞ্জ জেলা শহরের তেঘরিয়া এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৯ এর নতুন তিনতলা ভবনের উদ্বোধন করেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

মঙ্গলবার দুপুর ১২টায় র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঢাকা হতে ভ্যাচুয়ালে সংযুক্ত হয়ে এর উদ্বোধন করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-এর সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উইং কমান্ডার মমিনুল হক, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুব রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জয়নাল আবেদীন, পৌরসভার মেয়র নাদের বখত, র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কামান্ডার সিঞ্চন আহমেদ, র‌্যাবের এ এস পি সোমেন মজুমদার প্রমুখ। 

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন র‌্যাব একটি এলিড ফোর্স। এই সংস্থাটি ইতিমধ্যে দেশে জঙ্গীবাদ, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহন করায় জনগনের প্রশংসা কুড়িয়েছে। এই র‌্যাব সদস্যরা আগামীতে যেকোন ধরনের পরিস্থিতি সমুন্নত রাখতে বদ্ধপরিকর বলে আশাবাদ ব্যক্ত করেন। 

এই বিভাগের অন্যান্য খবর