Opu Hasnat

আজ ৪ ডিসেম্বর সোমবার ২০২৩,

দুর্গাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু নেত্রকোনা

দুর্গাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে ১৯ মাস বয়সী শিশু নাঈমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাটলি পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু ওই গ্রামের আলমগীর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশু নাঈম মিয়া প্লাস্টিকের ফুটবল নিয়ে বাড়ির উঠানে খেলা করছিল। এসময় কাজে ব্যস্ত ছিল পরিবারের সবাই। কোন একসময় নাঈম বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় নাঈমকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বাড়ির পাশে পুকুরে নাঈমের খেলার বলটি ভাসতে দেখে পুকুরে খুঁজতে শুরু করে শিশু নাঈম কে। পরে পুকুরের তলদেশ থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।