Opu Hasnat

আজ ৬ অক্টোবর বৃহস্পতিবার ২০২২,

ব্রেকিং নিউজ

বেলকুচিতে জলাশয় থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার সিরাজগঞ্জ

বেলকুচিতে জলাশয় থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে  পুকুর থেকে জুলমাত প্রামানিক (৬৫) নামের এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে বেলকুচি  পৌর মুকুন্দগাঁতী এলাকায় মতিন সাহেবের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার থেকে জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। রাতেই  বিভিন্ন জায়গায়  খোঁজাখুজি করে তাকে পাওয়া যায় নাই, আজ জানতে পারি মুকুন্দগাঁতী এলাকার  মতিন সাহবের পুকুরে একটা লাশ ভেসে উঠে লাশ দেখে শনাক্ত করি বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর  রহমান বলেন, জুলমাত প্রামানিক বেলকুচির  বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন। সকালে স্থানীয় এলাকাবাসী পুকুরের পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পুকুরে গোসল করতে নেমে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্ত শেষে  নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।