Opu Hasnat

আজ ৯ জুন শুক্রবার ২০২৩,

ব্রেকিং নিউজ

মাগুরা মহাসড়কের সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন মাগুরা

মাগুরা মহাসড়কের সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন

‘বৃক্ষপ্রানে প্রকৃতি-পরিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বাস্তবায়নে সোমবার বিকালে মাগুরায় মহাসড়কের ডিভাইডারে সৌন্দর্যবর্ধক দৃষ্টিনন্দন বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। 

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে মাগুরা সার্কিট হাউসের সামনে মহাসড়কের ডিভাইডারে গাছের চারা রোপন করে এই বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন। মাগুরা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন আয়োজিত এই কর্মসুচির আওতায় মাগুরা সদরে পুলিশ লাইন্স হতে পারনান্দুয়ালী বাস টার্মিনাল পর্যন্ত মহাসড়কের ডিভাইডারে সৌন্দর্যবর্ধক দৃষ্টিনন্দন বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফুলের গাছের চারা রোপন করা হয়। 

বৃক্ষরোপন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ যশোর এর এস. এম সাজ্জাদ হোসেন, মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু নাছির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সিভিল সার্জন ডা: শহিদুল্লাহ দেওয়ান ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।