Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

মোরেলগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ১৭৪ বাগেরহাট

মোরেলগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ১৭৪

দীর্ঘ দুই বছর করোনার ঢেউ মোকাবিলা করে এ বছর শান্তিপুর্ন পরিবেশের মধ্য দিয়ে অনুস্টিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এসএসসি সমমানের পরীক্ষায় প্রথম দিনে এই উপজেলায় সর্বমোট ৪৬৭৪ জন শিক্ষার্থীর মধ্যে  ১৭৪ জন পরিক্ষার্থী অনুপুস্থিত ছিল।

কেন্দ্র সুত্রে জানা গেছে বৃহস্পতিবার প্রথম দিনে এসএসসি বাংলা প্রথম পত্র বিষয়ে ও ভোকেশনালে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে মোট ১০৪ জন, মাদ্রাসায় কুরআন মজিদ বিষয়ে মোট ৭০ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া উপজেলার ৯ টি কেন্দ্রেই শান্তিপুর্ন পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বাকি বিল্লাহ জানায় বৃহস্পতিবার প্রথম দিনে মোরেলগঞ্জে এসএসসি সাধারন, দাখিল ও ভোকেশনাল থেকে মোট ৪ হাজার ৬৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। এর মধ্যে ছাত্র রয়েছেন  এসএসসি সাধারন ১ হাজার ৩৯৯ জন, মাদ্রাসা দাখিল ৬৮৪ জন, এসএসসি ভোকেশনালে ২৩০ জন এবং ছাত্রী রয়েছেন এস এস সি সাধারণ ১৫৬৯,দাখিল ৭৩৫ ও  ভোকেশনাল ৫৭ জন।

এই বিভাগের অন্যান্য খবর