Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

রাজবাড়ীতে ১৫ আগষ্ট ও ২১ আগষ্টের হত্যাকারীদের বিচার দাবীতে শোক র‌্যালী রাজবাড়ী

রাজবাড়ীতে  ১৫ আগষ্ট ও ২১ আগষ্টের হত্যাকারীদের বিচার দাবীতে শোক র‌্যালী

রাজবাড়ীতে শোকাবহ আগষ্ট উপলক্ষ্যে শোক র‌্যালী ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (৩১ আগষ্ট) সকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মঠ মন্দির এলাকা থেকে ওই শোক র‌্যালীটি বের করা হয়। র‌্যালীর নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এ বি এম বাতেন। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন নেতাকর্মীরা। 

এ সময় ছাত্রলীগের সাবেক সভাপতি এ বি এম বাতেন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতীর জনককে হত্যা ২১ আগষ্ট গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টার সাথে জরিত সকল স্বাধীনতা বিরোধীদের আইনের আওতায় এনে ফাসির রায় ও রায় কার্যকর করতে হবে। সেই সাথে বঙ্গবন্ধুকে হত্যা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যাকারী যারা বিদেশে পালিয়ে আছে তাদের দেশে এনে বিচারের দাবী জানান তারা।