Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

ছাতকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত সুনামগঞ্জ

ছাতকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত

সুনামগঞ্জের ছাতকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে দুঃস্থ অসহায় বিধবা ও স্বামী পরিত্যক্ত মহিলাদের মাঝে মোবাইল ব্যাংকিংএর মাধ্যমে নগদ অর্থ প্রদান এবং শেলাই মেশিন বিতরণ। ❝মহীয়সী বঙ্গমাতার চেতনায় অদম্য বাংলাদেশের প্রেরনা❞ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। 

উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনা অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়,  এসএসকেএস ম্যানেজার স্বপ্না বেগম। এ সময় সভায় উপস্থিত ছিলেন ছাতক থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব মোস্তফা,  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সীম রানী বিশ্বাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, তথ্য আপা সাবিহা মোস্তারী, উপজেলা নির্বাহী অফিসের উপ সহকারী প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, উপজেলা পরিষদের সহকারী প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন, জাইকার উপজেলা ফ্যাসিলিটেটর দেবাশীষ রায় প্রমূখ।

সভা শেষে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূরুল হক। এছাড়াও ১২জন মহিলা কে নগদ ২ হাজার টাকা করে অর্থ প্রদান ও ১০ জন মহিলাকে ১০ টি সেলাই মেশিন প্রদান করা হয়। 

এই বিভাগের অন্যান্য খবর